আপনার সেবারত, লোকজনের নেটওয়ার্ক
যেসব ডেলিভারির লোকজন Uber প্ল্যাটফর্ম ব্যবহার করেন তারা আপনার গ্রাহকদের কাছে আপনার খাবার পৌঁছে দিতে সাহায্য করেন। সবাই যখন এই প্ল্যাটফর্মে যুক্ত হয় তখন সবার, বিশেষ করে আপনার ব্যবসার -জয় হয়।
এক চলমান প্ল্যাটফর্ম
যখন গ্রাহক Uber Eats অ্যাপে অর্ডার করেন, Uber প্ল্যাটফর্ম আপনাকে ডেলিভারির লোকজনের সাথে যুক্ত করে দেয় যারা গ্রাহকের কাছে আপনার খাবার পৌঁছে দেয় — আমাদের প্রযুক্তির সাহায্যে।
আরও দূর দূরান্তে ডেলিভার করতে আপনাকে সাহায্য করা
আপনার শহরের যেসব ডেলিভারির ব্যক্তি Uber প্ল্যাটফর্ম ব্যবহার করেন তারা বাইকে, স্কুটারে যাতায়াত করেন,ও গাড়ি চালান। এই প্ল্যাটফর্মে যোগ দিয়ে আপনি আপনার ডেলিভারির পরিধি বাড়াতে পারেন।
গ্রাহকদের জন্য ট্র্যাক করার স্পষ্ট উপায়
যদি আপনি Uber Eats-এর পার্টনার হয়ে যান, প্রতিটি ধাপে আপনার গ্রাহক অ্যাপে তার সমস্ত অর্ডারে নজর রাখতে পারবেন। আমাদের প্রযুক্তি খাবার তৈরি করার সময়ের- যা আপনি প্রয়োজন হলে ঠিক করে নিতে পারেন- হিসাব করে ও দক্ষভাবে বিলিব্যবস্থা করে।
বড় অর্ডারে সুদক্ষ
একবারে একটার বেশি অর্ডার? আপনার ঠিকানায় ট্রাফিক কম করতে একাধিক গ্রাহকের কাছে খাবার ডেলিভার করতে একজন মাত্র ডেলিভারির ব্যক্তি আসতে পারেন। বড় অর্ডার? যেখানে সম্ভব, বাইকের বদলে গাড়ি আসে।
অসাধারণ দেখাতে Uber প্ল্যাটফর্ম আপনাকে সাহায্য করে
Delivery people using the platform can help you get your food where it needs to be, making customers very happy.
পেশাদার ডেলিভারির লোক
যেসব ডেলিভারির লোক Uber প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাদের সাথে যুক্ত হতে আমরা আপনাকে সাহায্য করি। ডেলিভারির লোকেদের বিশ্বস্ত সার্ভিস দেওয়ায় সাহায্য করতে অ্যাপ প্রতিটি অর্ডারে,রেস্তোরাঁ ও গ্রাহকের নোট জানায়।
রেটিং
ডেলিভারির বিষয়ে আপনার মতামত জানাতে আপনি ও আপনার গ্রাহকরা ডেলিভারির লোকেদের জন্য অ্যাপে প্রতিক্রিয়া জানাতে পারেন।
ছাড়
যেসব ডেলিভারির লোক অ্যাপ ব্যবহার করেন তারা গ্যাস, দৈনিক ট্রিট, ও আরও নানা জিনিসে ক্যাশব্যাক অ্যাক্সেস করতে পারেন।
ডেলিভার করার আরও পথ
Uber Eats প্ল্যাটফর্মে এইসব নমনীয় বিকল্প জানিয়ে গ্রাহকদের কাছে বেছে নেওয়ার আরও বিকল্প দিন ও আপনার ফি কম করুন।
আপনার নিজস্ব ডেলিভারি কর্মী ব্যবহার করুন
ভাগিদারীর নানা সুবিধা ছাড়াও, আপনি পাবেন বাড়তি নিয়ন্ত্রণ ও কম ফি। এইভাবেই আমরা যে কোনও প্রকারের রেস্তোরাঁর জন্য Uber Eats প্ল্যাটফর্ম ব্যবহারযোগ্য করে তুলি।
গ্রাহককে অর্ডার সংগ্রহ করে নিতে দিন
গ্রাহকের চাহিদা পূরণ করা, আপনার প্রসার বাড়ানো, এবং বিক্রি বাড়ানোর একটা সহজ উপায় পিকআপের সুযোগ দেওয়া — এ সবের ফলে আপনার রেস্তোরাঁর বাজারের ফি কম করা যায়।
Why Uber Eats
What we offer
Delivery options
Expand your reach
Order management
Marketing solutions
Customer loyalty
Back of house operations
How to start
Resources
Accepting orders