Uber Eats প্ল্যাটফর্মের সাহায্যে আপনার রেস্তোরাঁর ব্যবসা বাড়ান
ডেলিভারির চাহিদা আকাশ ছুঁয়েছে, আর ইন্ডাস্ট্রিতে দ্রুত- ক্রমবিবর্তন হয়ে চলেছে। 320,000+ রেস্তোরাঁ যাতে Uber প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও ক্ষুদার্ত গ্রাহকদের কাছে তাদের খাবার পৌঁছে দিতে পারে সেইজন্য Uber Eats তাদের ডেলিভারির লোকেদের সাথে যুক্ত করতে সাহায্য করছে।
ডেলিভারি কেন?
ক্রমবর্ধমান বিক্রি দেখুন
জরিপ করা 80% অপারেটার জানিয়েছেন যে ডেলিভারির সুবিধা দেওয়ার ফলে বিক্রিতে ক্রমশ বৃদ্ধি হয়েছে।*
গ্রাহক আরও বেশি খরচ করেন
জরিপে 4 জন গ্রাহকের মধ্যে একজন জানিয়েছেন পরিসরের বাইরে অর্ডারে তারা বেশি খরচ করেন।*
ডেলিভারিতে প্রত্যাশিত বৃদ্ধি
আশা করা হচ্ছে 2017 থেকে 2022 পর্যন্ত ইউএস-এ রেস্তোরাঁ-বিশেষের খাবার ডেলিভারির বিক্রি 77% বাড়বে।**
Uber Eats কেন?
রেস্তোরাঁর নতুন ভূচিত্রে স্ট্রীমলাইন, বৃদ্ধি এবং জয় লাভে আপনাকে সবরকম সাহায্য করতে আমরা উপস্থিত।
আপনার ব্যবসার প্রসার করুন
নিজস্ব শর্তমত ডেলিভার করুন
শিখুন ও যথাসম্ভব সদ্ব্যবহার করুন
এইমাত্র আমরা আপনার ডেটা টুল আপডেট করেছি
এখন আপনার নেপথ্যের রেস্তোরাঁ ম্যানেজার টুল আপনার কাজের প্রণালীর আরও শক্তিশালী হাব হয়ে উঠেছে, এর তথ্যবিশেষণ ও প্রতিক্রিয়ার সাহায্যে আপনি আপনার ব্যবসায় আরও শক্তিসঞ্চার করতে পারবেন।
ভার্চুয়াল রেস্তোরাঁ শুরু করায় আমরা ব্যবসা প্রতিষ্ঠানদের সাহায্য করছি।
আপনার বর্তমান রান্নাঘর থেকে ডেলিভারি-কেন্দ্রিক উদ্বাবনী ব্যবসা পরিচালনা করতে চান? Uber Eats প্ল্যাটফর্ম থেকে মহামূল্য ডেটা বিবেচনার সাহায্যে, এই কাজেই আমরা রেস্তোরাঁগুলিকে সাহায্য করছি।
***সূত্র: Technomic
**সূত্র: Cowen & Co.
Why Uber Eats
What we offer
Delivery options
Expand your reach
Order management
Marketing solutions
Customer loyalty
Back of house operations
How to start
Resources
Accepting orders